বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
২০ বছর পর উদ্ঘাটিত অপরাধ, চিকিৎসার নাম করে ৮৭ জনকে ধর্ষণ! মেলে ছ’হাজার ঘণ্টার ভিডিয়ো, জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণের নির্দেশে ব্যবসায়ী ,সাংবাদিক ,সাধারন মানুষদের নাম দেওয়ার ইন্ধনকারী ও ৫ই আগস্ট এর পরে মিথ্যা মামলা বাদিদের গ্রেফতার শুরু ছাত্রলীগের সাবেক ক্যাডার ঢাকা ওয়াসার উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা দুর্নীতির বর পুত্র এনামুল হকের খুঁটির জোর কোথায় তারেক রহমানের জন্মদিন পালন করলে সাংগঠনিক ব্যবস্থা… সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ আহত লীগের খপ্পরে পড়েছে সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম জামালপুরে বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল মকবুলের পরিবার

আশুলিয়ায় গরু ভর্তি ট্রাক ডাকাতি,আন্তজেলা ৬ ডাকাত গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ আশুলিয়া ঢাকা: আশুলিয়া থেকে গরু ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতি হওয়া ৩২ লাখ টাকা মূল্যের ২১টি গরুর মধ্যে উদ্ধার হয়েছ সাতটি গরু। জব্দ করা হয়েছে লুণ্ঠিত ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত আরও একটি পিকআপ।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে দুটি ট্রাক ও সাতটি গরুসহ ছয় ডাকাত গ্রেপ্তারের বিষয়টি জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির।
এর আগে ২৮ অক্টোবর রাতে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় খালি ট্রাক দিয়ে গরুভর্তি ট্রাকের গতিরোধ করে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২১টি গরুসহ ট্রাকটি ডাকাতি করে নিয়ে যায় ডাকাতরা।
গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা বেলুটিয়া গ্রামের করিম মোল্লা আওয়াল বেপারীর ছেলে মো.তোফাজ্জল হোসেন ভাঙ্গারী বাবু (২৮), একই গ্রামের আফজাল শেখের ছেলে মো.কুরবান আলী (২৫), সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা দেওয়ান টাইটা গ্রামের কাদের শেখের ছেলে আল আমিন শেখ (৩০), একই এলাকার তারুটিয়া গ্রামের আমজাদ মোল্লার ছেলে শহিদুল (৩৬),ঢাকা জেলা আশুলিয়া থানা কলতাসূতি বাড়ল এলাকার ইদ্রিস আলীর ছেলে সজিব(২১)সহ একই এলাকার টিটু মিয়ার ছেলে শিবলু(২০)।
 থানা পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডাকাত শনাক্ত করে মঙ্গলবার রাতে আশুলিয়ার কলতাসূতি বাড়ল এলাকা থেকে প্রথমে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তারদের তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ,গাজীপুর ও টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয় আরও চার ডাকাত সদস্যকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ২১টি গরুর মধ্যে সাতটি গরু উদ্ধার করা হয় পাশাপাশি লুণ্ঠিত ট্রাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত আরও একটি পিকআপ জব্দ করা হয়। তবে ডাকাত দলের সর্দার পলাশ এখনো পলাতক রয়েছ।
গরুর মালিক শহিদুল এনাম রাশেল বলেন, ২৮ অক্টোবর রাজশাহী সিটি হাট থেকে প্রায় ৩২ লাখ টাকায় ২১টি গুরু কিনে ট্রাক যোগে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলাম। এ সময় আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকা থেকে গরুসহ ট্রাক ডাকাতি করে নিয়ে যায়। এমন ডাকাতির ঘটনা ঘটলে আমাদের ব্যবসা করা কঠিন হয়ে যাবে।
এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃতরা সবাই আন্তজেলা ডাকাত চক্রের সদস্য। লুণ্ঠিত বাকি গরু উদ্ধারসহ চক্রের মুলহোতা ডাকত সর্দার পলাশকে গ্রেপ্তারে প্রয়োজনীয় তথ্যের স্বার্থে গ্রেপ্তারকৃতদের দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্য ডাকাত গ্রেপ্তার ও লুণ্ঠিত অবশিষ্ট গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত