বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
আড়াই লাখ গোলাবারুদ ১৪০০ অস্ত্র এখনো উদ্ধার হয়নি ছাত্ররাজনীতি বন্ধ নিয়ে কুয়েটে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ গোয়েন্দা কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ছেড়ে দেওয়া হয়েছে। রাজধানীর উত্তরায় র‌্যাব-১ কার্যালয়ের প্রধান ফটক আটকে অবস্থান কর্মসূচি পালন করছেভুক্তভোগীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল বহুল আলোচিত হাসিনা হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও  অভিযুক্তকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।  জানুয়ারির মাঝামাঝি সময় থেকে শুরু করা ইসরাইলের নতুন অভিযানে ৫০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বড় থেকে ছোট সব শিল্পই কমবেশি সংকটে পড়েছে

আজিমপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

 বিশেষ প্রতিবেদক:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টায় আয়োজিত এই মানবিক উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, “শহীদ জিয়ার কর্মময় জীবনের অন্যতম শিক্ষা হলো জনগণের পাশে দাঁড়ানো। এই কর্মসূচি তার আদর্শকে অনুসরণ করে মানবসেবার অনুপ্রেরণা যোগায়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলি নেওয়াজ।

তিনি জানান, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানবিক কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, লালবাগ থানা বিএনপি নেতা গোলাম সরোয়ার শামীম, মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ আলী আযম, লালবাগ থানা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বাবুল এবং স্থানীয় নেতা আনোয়ার পারভেজ বাদল।

এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আজিমপুর এলাকার সরকারি-বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সিনিয়র সাংবাদিক এবং আজিমপুর জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা রনো আব্দুর রহিম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শীতার্ত মানুষদের দুঃখ-কষ্ট লাঘবের জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এই কর্মসূচি সফল করতে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।

অনুষ্ঠানে এলাকাবাসীর অংশগ্রহণ ছিল ব্যাপক। শীতবস্ত্র বিতরণ শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত